Its most popular song.... বিনোদিনী রায়ের একটি অসাধারন গান, শুন মন ভরে উঠবে। ☺️ song lyrics সর্বত মন গল রাধে বিনোদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায় জল ভর, জল ভর রাধে ও গয়ালের ঝি কলস আমার পূর্ণ কর রাধে বিনতি কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাদের দেখা পায় কালো কালো করিসনা লো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি এক কালো যমুনার জল সর্ব প্রানি খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায় এই কথা শুনিয়া কানাই বাঁশী হাতে নিল সর্প হয়ে কালো বাঁশী রাধেকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি দুই একখানা ঝারা দিলে বিষ করিব পানি এমন অঙ্গেরও বিষ যে ছাড়িতে পারে সোনার এই যৌবন খানি দান করিব তারে এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল গৃহ বাসে যেয়ে রাধে আড়ে মিছাই চুল কদম ডালায় থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল বিয়া নাকি কর কানাই, বিয়া নাকি কর পরের রমনি দেখে জ্বালায় জ্বলে মর বিয়া তো করিব, রাধে বিয়া তো করিব তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি এমনও যুবতী রাধে যদি পেতে চাও গলায় কলস বেঁধে যমুনাতে যাও কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি (x2) #SorbotoMongoloRadhe #BanglaSong

SORBOTO MONGOLO RADHEBANGLA SONGIts most popular song....বিনোদিনী রায়ের একটি অসাধারন গানশুন মন ভরে উঠবে। ☺️BANGLA COVER SONGCOVERCOVER SONGBANGLA HIT SONGHIT COVER SONGOLDSONGOLD BANGLAONGMINERMINER NEW SONGtashan khaneTASHAN NEW SONG