আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন ‘IPDC আমাদের গান’। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। ‘IPDC আমাদের গান’-এর এবারের আয়োজন মৈমনসিংহ গীতিকা’র অন্তর্ভুক্ত ‘মহুয়া’ পালা থেকে সংগৃহীত ‘নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা, লাগাইলো বাইঙ্গন’ গানটি। আর এই গানের সুরে সবাইকে মুগ্ধ করতে ‘আমাদের গান’-এর মঞ্চে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। মহুয়া গাছের নাম থেকেই মহুয়া পালা। রসের দিক থেকে রোমান্টিক ট্র‍্যাজেডি ঘরানার কাব্য মহুয়া পালার চরিত্রগুলো হলো - নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে। এর রচনাকাল ধরা হয় ১৬৫০ সাল। দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন। ময়মনসিংহ অঞ্চলের উপভাষায় রচিত ও নাটকীয় গুণসম্পন্ন এ পালাটিতে বর্ণনারীতির প্রাধান্য রয়েছে। এ অঞ্চলের তৎকালীন সমাজ-বাস্তবতাসহ পালাটি দুর্জয় প্রেমের অপূর্ব নিদর্শন। ………… ‘নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইল বাইঙ্গন’ উৎস: মৈমনসিংহ গীতিকা কথা: দ্বিজ কানাই সুর: প্রচলিত কণ্ঠ: কুমার বিশ্বজিৎ সঙ্গীতায়োজন: পার্থ বড়ুয়া এজেন্সি: ক্রিয়েটো প্রোডাকশন: ফোরটিনাইন ব্লু ডিরেক্টর: রাশিদ খান ও পার্থ বড়ুয়া সঙ্গীত পরিচালনা: পার্থ বড়ুয়া সার্বিক পরিকল্পনা: রাশিদ খান বিশেষ কৃতজ্ঞতা: হাসান আবিদুর রেজা জুয়েল চিত্রগ্রহণ ও সম্পাদনা: মিছিল সাহা রিদম ডিজাইন: মিলন ভট্টাচার্য শব্দ প্রকৌশলী: রনি ও শামীম আহমেদ ঢোলক: অভিজিত চক্রবর্ত্তী জেমবে: মিলন ভট্টাচার্য বাংলা ঢোল: নয়ন পারকেশন: উজ্জ্বল করতাল: আলম ড্রামস: আশিক বেইজ: তানিম একোস্টিক গিটার: রিয়েল তার সানাই: পাভেল ইলেকট্রিক গিটার: রোমান কিবোর্ড ০১: মীর মাসুম কিবোর্ড ০২: সামিত বাঁশি: জালাল কোরাস: পিউ, নাশা #IPDC #NoyaBariLoiyaRe #IPDCআমাদেরগান

IPDC#IPDCআমাদেরগানipdc financebangladeshi folk songfolk songsdesi folk musicbangla folk musicpartha baruashiuly sarkershah abdul karimshah abdul karim songsbaulo somrat shah abdul karimbangla folk song newipdc amader gan songsipdc songsbangla folk songsbangladeshi folk musicsorbot mongolshawon chanchalf minor songspartha barua all songskumar bishwajitcoke studioRTV MusicMohiner GhoraguliEid Song