ট্রেনের জানলা দিয়ে বাইরে থেকে হাত বাড়িয়ে মোবাইল ছিনতাই করার প্ল্যান ছিল। নিমেষে ধরা পড়ে যায় অভিযুক্ত। এরপর প্রায় ১০ কিলোমিটার সেই অভিযুক্তকে ট্রেনের বাইরে ঝুলতে বাধ্য করেন যাত্রীরা। ট্রেনের ভিতর থেকে জানলা দিয়ে তার হাত ধরে রাখা হয়। এই ঘটনা বিহারের। বিহারের বেগুসরাই থেকে খাগারিয়া পর্যন্ত রাস্তায় এই ঘটনা ঘটে যায়। বিহারের সাহেবপুর কমল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে যায়। জানা যায়, ছিনতাইকারীকে 'শিক্ষা'দিতে যাত্রীরা এমন কাণ্ড ঘটিয়েছেন। শেষে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যায়নি। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন : https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?hl=en #bihar #train #indianrailways #mobilesnatching

htbanglakolkatawestbengalelectionnewshindustantimesbengalibangla