বাদুড় বলে, "ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চাম্চি‌কে আর পেঁচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি, ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি।" সজারু কয়, "ঝোপের মাঝে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখ নি? জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চ্যাঁচানি, খ্যাংরা-খোঁচা করব তাদের খুঁচিয়ে - এই কথাটা বলবে তুমি বুঝিয়ে।" বাদুড় বলে, "পেঁচার কুটুম কুটুমী মানবে না কেউ তোমার এ-সব ঘুঁতুমি। ঘুমোয় কি কেউ এমন ভুসো আঁধারে? গিন্নি তোমার হোঁৎলা এবং হাঁদাড়ে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে চিমনি-চাটা ভোঁপসা-মুখো ভ্যাঁপাটে।

HaJaBaRaLaSukumar Ray