ব্যঞ্জনসন্ধি ১। ত্(ৎ)/দ + চ/ছ = ত্(ৎ)/দ বদলে চ হয়। (চ্চ/চ্ছ) উৎ + চারণ = উচ্চারণ উৎ + ছেদ = উচ্ছেদ ২। ত্(ৎ)/দ + জ/ঝ = ত্(ৎ)/দ বদলে জ হয়। (জ্জ/জ্ঝ) উৎ + জ্বল = উজ্জ্বল কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা ৩। ত্(ৎ)/দ + ন = ত্(ৎ)/দ বদলে ন হয়। (ন্ন) উৎ + নতি = উন্নতি উৎ + নয়ন = উন্নয়ন ৪। ত্(ৎ)/দ + ল = ত্(ৎ)/দ বদলে ল হয়। (ল্ল) উৎ + লাস = উল্লাস উৎ + লেখ = উল্লেখ ৫। ত্(ৎ)/দ + ম = ত্(ৎ)/দ বদলে ন হয়। (ন্ম) মৃৎ + ময় = মৃন্ময় তৎ + ময় = তন্ময় ৬। ত্(ৎ)/দ + ড = ত্(ৎ)/দ বদলে ড হয়। (ড্ড) উৎ + ডীন = উড্ডীন উৎ + ডয়ন = উড্ডয়ন ৭। ত্(ৎ)/দ + হ = ত্(ৎ)/দ বদলে দ হবে, হ বদলে ধ হবে। (দ + ধ = দ্ধ) পদ + হতি = পদ্ধতি উৎ + হার = উদ্ধার ৮। ত্(ৎ)/দ + শ = ত্(ৎ)/দ বদলে চ হবে, শ বদলে ছ হবে। (চ + ছ = চ্ছ) উৎ + শ্বাস = উচ্ছ্বাস উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল ৯। স্বরধ্বনি + ছ = ছ বদলে চ্ছ হবে। মুখ + ছবি = মুখচ্ছবি কথা + ছলে = কথাচ্ছলে পরি + ছেদ = পরিচ্ছেদ পরি + ছদ = পরিচ্ছদ অনু + ছেদ = অনুচ্ছেদ প্র + ছদ = প্রচ্ছদ ১০। ক/চ/ট/ত/প + স্বরধ্বনি = ক বদলে গ, চ বদলে জ, ট বদলে ড(ড়), ত বদলে দ এবং প বদলে ব হয়। ষট্ + ঋতু = ষড়ঋতু বাক্ + অর্থ = বাগর্থ দিক্ + অন্ত = দিগন্ত ১১। ম্ + (ক-ম) = ম বদলে যে বর্ণটি আছে তার বর্গের ৫ম বর্ণটি হবে। সম্ + তাপ = সন্তাপ [ত থ দ ধ ন] সম্ + চয় = সঞ্চয় [ঞ্ + চ = ঞ্চ] [চ ছ জ ঝ ঞ] সম্ + মান = সম্মান [প ফ ব ভ ম] ১২। ম্ + (য/র/ল/শ/ষ/স/হ) = ম বদলে ং হয়। সম্ + লাপ = সংলাপ সম্ + সার = সংসার সম্ + যোগ = সংযোগ