রমজানের ফরজ: রমজান মাসের ফরজ আমল হলো একটি; এক মাস রোজা পালন করা। কোরআনে আল্লাহ তায়ালা বলেন: ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূববর্তীদের ওপর; যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো’ (সুরা বাকারা)। প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, শারীরিকভাবে রোজা পালনে সক্ষম মুসলমানের প্রতি রোজা ফরজ। রমজানের ওয়াজিবসমূহ: রমজানের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াজিব দুটি, যথা: সদকাতুল ফিতর আদায় করা ও ঈদের সালাত পড়া। ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বা অধিকারী থাকবেন তিনি তার নিজের ও পরিবারের সকল সদস্যদের ফিতরা আদায় করবেন। যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক নাও থাকেন তবুও সুন্নত বা নফল হিসেবে হলেও সদকাতুল ফিতর প্রদান করা উত্তম। সাহাবি হজরত আবুসাঈদ খুদরী (রা.) বলেন, রাসুল (স.) এর জমানায় আমরা ঈদের দিনে এক সা পরিমাণ খাদ্য পণ্য সদকাতুল ফিতর হিসেবে প্রদান করতাম। তিনি আরও বলেন, তখন আমাদের খাদ্যপণ্য ছিল যব, কিশমিশ, পনির ও খেজুর (বুখারি শরিফ)। Follow official social media:- ________________________ ☞Facebook ID:-https://www.facebook.com/aklapothik32 ☞Facebook page:-https://www.facebook.com/allahorgolamy ☞ Facebook group:- https://m.facebook.com/groups/875884272813389?ref=m_notif¬if_t=feedback_reaction_generic