Song : Sir Singer : James Band : Nagar Baul Lyrics : Zulfiqer Russell Tune : Prince Mahmud Album : Dirghoshash Label : Sangeeta Song : স্যার Singer : জেমস গীতিকার : জুলফিকার রাসেল সুরকার : প্রিন্স মাহমুদ অ্যালবাম : দীর্ঘশ্বাস মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না রূপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে... তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না... আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না... এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু... আজকে আমি সবই বুঝি ভুল করেছি কত তখনতো কেউ দেখেনিতো স্যারের বুকের ক্ষত দেখেছিলাম তার দু’চোখে স্নেহের মহাসাগর যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মত আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না... এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু... বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে জেমস হলো এক অবিসংবাদিত গুরু। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। "স্যার" জেমস এর গাওয়া এক অনবদ্য গান। "স্যার" গানের পিছনে অক্লান্ত পরিশ্রম করা সকল মিউজিসিয়ান, আর্টিস্ট, কম্পোজ এবং পাবলিশ করা কোম্পানির প্রতি কৃতজ্ঞতা। Enjoy & stay connected with us! We are Here! 🔻 ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ #SirLyrics #James #NagarBaul #ManusherOJeAkasherMotoHridoy #SirByJames #ManusherOJeAkasherJames #JamesSongLyrics #NagarBaulSong #NagarBaulGaan #NagarBaulAllSong #JamesBanglaSong #JamesBanglaGaan #BanglaBandSong #BandSongLyrics #মানুষেরওযেআকাশেরমতোহৃদয়থাকতেপারে #স্যারজেমস #জেমস #নগরবাউল #জেমসএরগান #জেমসবাংলাগান

Jamesbangla songbangla best songbangla musicbanglaBangladeshbest musicbest of JamesmusicSirlyrics2020