আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। মানব প্রেমের উপাখ্যানে কালে কালে এসেছে রাধা কৃষ্ণের নাম। প্রাচীনকাল থেকে আজ অবধি প্রেমের নানা দুষ্টু-মিষ্টি অনুভূতি ভাষা পেয়েছে তাদের নিয়ে রচিত কবিতা, গান কিংবা গীতিনাট্যে। আমাদের এই আয়োজনের তৃতীয় পরিবেশনা যুবতী রাধা আর কৃষ্ণকায় কৃষ্ণের প্রথম দর্শনের অনুভূতি নিয়ে রচিত একটি জনপ্রিয় লোকজ গান ‘সর্বত মঙ্গল রাধে’। সর্বত মঙ্গল রাধে সংগৃহীত কণ্ঠঃ চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান এজেন্সিঃ ক্রিয়েটো প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ চিত্রগ্রহণঃ মিছিল সাহা • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী • তবলা ও হাঁড়িঃ মিলন ভট্টাচার্য • বাংলা ঢোলঃ নয়ন • পারকেশনঃ উজ্জ্বল • ক্লেপারঃ আলম • বাঁশিঃ জালাল • এস্রাজঃ অশোক কুমার সরকার • হারমোনিয়ামঃ মাখন • ড্রামসঃ ডানো • বেইজঃ তানিম • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ • ইলেকট্রিক গিটারঃ রাজীব • পিয়ানোঃ তমাল • কিবোর্ডঃ মীর মাসুম • কোরাসঃ মন, স্বর্ণা #IPDC #SorbotoMongolRadhe #IPDCআমাদেরগান

IPDC#IPDC আমাদেরগানipdc financebangladeshi folk songfolk songsdesi folk musicbangla folk musicpartha baruaipdc amader gan songsipdc songsbangla folk songsbangladeshi folk musicshawon chanchalpartha barua all songsanimes royankonjoler gaanjakir hossainfazlur rahman babunobonitasorboto mongolo radheসর্বত মঙ্গল রাধেmeher afroz shaoneid song 2023dhaka shohor aisha amarঢাকা শহর আইসাchanchal chowdhury