মানুষের মন কতো ই না রহস্যে ঘেরা । ছোট্ট এই মনে লুকিয়ে থাকে এক আকাশ সমান কিংবা তার চাইতেও বেশি গল্প । কল্পনার রঙিন সুতোয় বোনা সেইসব গল্পগুলোর বুনন কিন্ত ভীষণ মজবুত । কিছুটা বাস্তব , কিছুটা স্বপ্ন মিশে থাকে যে গল্পে তা যে কতো সুন্দর যিনি রচনা করেন , তিনিই জানেন । যে গল্পে কখনো কখনো মন হারাতে চায় চিরদিনের সেই প্রিয়জনের সাথে , ভালোলাগার মানুষের সাথে যাঁর উপর নির্ভর করা যায় অন্ধভাবে ।। ------------ মাহ্জেবীন আহমেদ গানের নাম : আজ মন চেয়েছে শিল্পী : লতা মুঙ্গেশকার গীতিকার : পুলক বন্দোপাধ্যায় গানের কথা : আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে ।। কিছু স্বপ্নে দেখা , কিছু গল্পে শোনা ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা , কিছু গল্প শোনা ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়নো পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে ।। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চিরসাথী রইবো পথে তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চিরসাথী রইবো পথে ।। তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে কেনো দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গগনো-রাতে ।। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে ।।