ঘুমের মৃত্যু হোক শহরের পথে পথে ঘুমক্ষুধায় ধ্বংস হই ঘুরেফিরে। তোমার মৃত্যু হয় কীসে? কখনো চোখের জলে কখনো শঙ্খনীলে। শহর আমার তোমার মতোই গলিগুলো দেখতে একরকম। আমি তোমায় খুঁজিনে তবে তুমি কেনো খোঁজ? যদি অস্পর্শতাও পেতে চাও তবে আমায় তুমি খুঁজে পাবে কবিতার ঘরে খুঁজে পাবে আমার ইচ্ছে নদীতে  নতুবা পাবে আমার অদূর স্বপ্নের দেশে যেথায় তোমারও যাওয়ার কথা ছিলো। তুমি চমকে যাবে অভিলাষ আমি স্বপ্নপুরে বাড়ি ফিরবো না আর। আমার গোধূলি কেটে যাবে কোনো পাহাড়ি বাংলোয়। মেঘেদের সাথে ঘর বাঁধব গানের কথা বুনবো। অবসাদ আশ্রয় পেতে ওই ঘরটায় অবলীলায় তোমায় চাওয়া। অবেলায় ফুটে ছিলো কাশফুল কতশত মোর আকুলতা। হাত ভর্তি রক্তাক্ত গোলাপ নিশাচর চাতক পাখির নিথর মৃত্যুপুরী। অগ্নির দহন থেকে যদি অন্তঃপুরের নীলিমা বেঁচে যায় তবে তোমার কোমল হাতের স্পর্শ আমার হাতে নিয়ে নেব। কোনো অজানা নীল যদি আকাশ সমান নাড়া দেয় তবে দুদণ্ড গল্পের বাগানে আমায় ছেড়ে দিও সেখান থেকে তবে বেঁচে আসব। রঙিন চিরকুটগুলো এখানে ভেসে বেড়ায় অবেলায়। কান্না নয়, চাপা রুদ্ধশ্বাসে তা এখনো লুকিয়ে রয়। সেই অজানা গাছের তলায়,জ্যোৎস্নারাতের হেটে চলায় সেই ক্যানভাসে,সেই আড্ডারছলে,সেই চায়ের কাপে। স্বপ্নগুলো স্বপ্নই হয়ে রয়। খুন হয়ে যায় উড়েচলা রঙিন কল্পনার দিন গুলো। কবিতা : বৃদ্ধ পাতা কবি : নূর হোসাঈন হীরা কবিতাটি "নূর হোসাঈন হীরা" এর প্রথম একক কাব্যগ্রন্থ "মুঠোবন্দি জ্যোৎস্নার রঙ" থেকে সংকলিত। ----------------------------------------------------------------------------------- অন্যান্য কবিতার লিংক- স্বাধীনতা তুমি কাদের? : https://youtu.be/upUBkGa2jhc এক গ্লাস অন্ধকার হাতে : https://youtu.be/MQLGrwJ64wA চায়ের দোকানে : https://youtu.be/8AdGQTTiRxA বাঁশি : https://youtu.be/g_ifRa72qGM আসাদের শার্ট : https://youtu.be/TkCW0SQ5rJs ---------------------------------------------------------------------------------- Follow Facebook : https://www.facebook.com/redwanBangladesh52 Follow Instagram : https://www.instagram.com/redwan_a_asif/ Follow Twitter : https://twitter.com/Redwan_ahmed12 কবিতা পড়তে চাইলে- https://www.bangla-kobita.com/redwanahmed12/ আর্টিকেল পড়তে চাইলে- https://www.osamanno.com/user/redwanahmed/ ব্লগ পড়তে চাইলে- https://www.tarunyo.com/red1/ ব্লগ পড়তে চাইলে (২)- https://redwanasif.blogspot.com/ If you like this video you can like and share it. And you can subscribe to my channel to encourage me.😇