এযেন দুধের স্বাদ ঘোলে মেটানর চেষ্টা। আর তাতেই পরিণতি হ্ল মৃত্যু।লক ডাউন পরিস্থিতিতে বন্ধ দেশী-বিদেশী মদের দোকান। কিন্তু কে শোনে কার কথা। মদে থাকে অ্যালকোহল। ওই অ্যালকোহল থাকে হোমিওপ্যাথি ওষুধেও। তাই মদ্য প্রেমী বাঙালি হোমিওপ্যাথি ওষুধ খেয়েই মদের নেশায় বুধ হতে চেয়েছিলেন। কিন্তু দম মারো দমের পরিণতিতে মৃত্যু হল দুই যুবকের।অসুস্থ আরো দুজন যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মারিশদা এলাকায়। জানা গিয়েছে, মৃতদের একজন পিছাবনীর বাসিন্দা ভরত দাস। অপরজন মারিশদার সিল্লিবারি এলাকার বাসিন্দা পঙ্কজ দাস।গুরুতর অসুস্থ আরো দুজন সিল্লিবাড়ির বাসিন্দা গঙ্গু দাস ও গৌতম দাস।স্থানীয় সুত্রে খবর পঙ্কজের আত্মীয় ছিলেন ভরত। লকডাউন মধ্যেই চারজন মিলে মদ খাওয়ার পরিকল্পনা নিয়ে একসঙ্গে মিলিত হন। তবে মদ না পেয়ে চারজন মিলে শুক্রবার দুপুরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সিন্ধান্ত নেন। এরপর ওই ওষুধ খেতেই তাঁরা অসুস্থ হতে থাকে। শনিবার দিন দুপুরে তাঁদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।পরে চারজনকেই কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে ভরত দাসকে মৃত্যু হয়।পরে ওই রাতেই মৃত্যু হয় পঙ্কজের। বাকি দুজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত শুরু করছে মারিশদা থানার পুলিশ। লক ডাউনের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।