Song Name: Kaa Theke Khiyo Singer, Lyric & Tune: Autumnal Moon Visual Credit : SMj Rubel ( https://www.youtube.com/user/smjrubel ) গায়ক: অটামুনাল মুন এ্যালবাম: পেপার কথা / সুর : অটামুনাল মুন চিঠি লিখতে বসেছি আমি "ক" থেকে "ক্ষ" "ঙ" আর "ঞ" বাদে, এমন কোন রাতে! ক-বে থেকে বসে বসে তোমার জন্য খ-বর পেলাম তুমি ভালো আছ! গ-লা ছেড়ে গান যদি তোমার জন্য গাইতে যাই ঘ-রের ভেতর ছড়াবে তোমার সুরের গন্ধ। চ-ঞ্চলে মন আমার উতলা হয়েছে ছ-টপট করছে সারাক্ষন, জ-মাট বাধা কষ্টগুলো বুকের ভীতর ঝ-ড় তুলবে ভীষন। ট-ক না কি মিষ্টি না কি ঝাল কথা বলে তোমার ঠ-ণঠণে অভীমান ভাঙ্গাবো? ড-ংকা বাজিয়েছে হৃদয় যোদ্বারা ঢ-লো ঢলো তামার চোখের জ্বলে বাসলো। ণ- তোমায় যিজ্ঞেস করলো ... ত-নয়া তুমি কি ভালো আছ? থ-রথর কেন তুমি কাপঁছো মেয়ে বলো দ-খল করেছি তোমার বক্ষ! ধ-রা দাও যদি তুমি আমার মত কোন ন-গণ্য মানুষের হাতে? প-রখ করে দেখ তুমি আমায় শুধু একবার ফ-সল পলাবো তোর মনের মাঠে। ব-ঞ্চনা যদি দিতে চাও আমায় ভ-রসা হারাবোনা তাতে! ম-রণ যদি কথনো আসে আমার ধারে য-তন করে ডেকে নিবো তারে ঘরে! র-ক্ত ধারায় এখনো তোমার নামের স্রোত ল-জ্জাহীনা চোখ এখনো তোমার জন্য কাদেঁ ব-লনা তুমি কোন অপরাধে আমার শ-হরে কাঁদুনে গ্যাস ছুড়ে দিলে? ষ-ষ্ঠ ইন্দ্রিয় তোমার জন্য হারাতে রাজি আমি স-ম্ভাবনা আমার একটাই, হ-য়তো মনের ভুলে তোমায় করবো ঘরনী ক্ষ-মা করে দিয়ো এজন্য আমায়।। চিঠি লিখেছি আমি "ক" থেকে "ক্ষ" "ঙ" আর "ঞ" বাদে, আজ তাহলে এখানেই শেষ, এখানেই ইতি, দেখা হবে অন্য কোন নতুন চিঠিতে, অন্য কোন রাতে! #AutumnalMoon #KaThekeKhiyo #PaperMoon

ক থেকে ক্ষKa theke KhiyoAutumnal Moon