BAHUDORE | বাহুডোরে | Imran | Brishty | Bagla Music Video | Bagla New Video 2022 #narayan-music-bd#bangla-new-songs#imran --------------------------------------------------------------------------------------------------------- গানের কথা. এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজও তোরই প্রেমে জীবন সঁপেছি তোরই নামে একই সাথে পথ চলা কত কথা ছিল বলা সবই যেন আজ শুধু স্মৃতি হলো জানি না এ কোন রাত এলো জ্বলছে হৃদয়, উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে সবই ভুলে আয় না চলে বাঁধবো প্রেমেরই বাহুডোরে এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজও তোরই প্রেমে জীবন সঁপেছি তোরই নামে একা একা বেঁচে থাকা তোকে ছাড়া চলে না জীবন লাগে যেন সবই ফাঁকা বুকের ভেতর এ কী দহন চেনা চেনা একই পথে তোরই আশায় এখনো বসে পাশাপাশি হাঁটবো সাথে আবারও খুব ভালোবেসে জ্বলছে হৃদয়, উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে সবই ভুলে আয় না চলে বাঁধবো প্রেমেরই বাহুডোরে এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজও তোরই প্রেমে জীবন সঁপেছি তোরই নামে মনে মনে খুঁজে ফিরি ভালোবাসি তোকে যে ভীষণ কত বাধা দিলে পাড়ি বল না হবো তোরই আপন যত ভাবি ভুলে যাবো তত বেশি যেন পড়ে মনে ভালো কেমন বাসি আমি শুধু আমার এই প্রাণ জানে জ্বলছে হৃদয়, উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে সবই ভুলে আয় না চলে বাঁধবো প্রেমেরই বাহুডোরে এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজও তোরই প্রেমে জীবন সঁপেছি তোরই নামে --------------------------------------------------------------------------------------------------------- Copyright Disclaimer Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair purposes such as ctiticism comment news reporting scholarship,and research fair use is a use permitted by copyright statute to that might otherwise be infringing, non-profit educational or parsonal use tips the balance in faber of fair use.