মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পদের সুষম বন্টনের জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে, মুসলিম আইনে পরিষ্কার ভাবে বলা আছে মৃত ব্যক্তির সম্পদ তাঁর উত্তরাধিকারীরা কে কিভাবে পাবেন। এই প্রতিবেদন তৈরি করা হয়েছে মুসলিম আইন অনুযায়ী একজন মৃত ব্যক্তির উপর তাঁর উত্তরাধিকারীরা কে কতটা সম্পদের অধিকারী হবেন সে বিষয়ে। পুত্রঃ ছেলেরা মৃতের উপরে সকল ক্ষেত্রেই সম্পদ পেয়ে থাকে, মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ ছেলে এবং মেয়ে পাবে। তবে এই ক্ষেত্রে ছেলে সম্পদে যে পরিমাণ অংশ পায় মেয়েরা সম্পদের উপরে ছেলের অর্ধেক পরিমাণ পাবে। যদি মেয়ে না থাকে তবে বাকী সম্পূর্ণ অংশ ছেলে পাবে। মেয়েঃ মুসলিম সম্পত্তি আইন অনুযায়ী একজন মেয়ে ৩ নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে। যদি একজন মেয়ে হয় তবে দুইভাগের একভাগ পাবে। যদি একাধিক মেয়ে হয় তবে সবাইকে তিন ভাগের দুই ভাগ দেয়া হবে। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয়েই থাকে তবে ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তাঁর অর্ধেক পাবে।

ইসলামিক প্রশ্নোত্তরপ্রশ্নোত্তরপ্রশ্ন ও উত্তরকয়েকটি প্রশ্নোত্তরজীবন জিজ্ঞাসাইসলামীইসলামি প্রশ্নোত্তরইসলামী প্রশ্নোত্তরইসলামী জিজ্ঞাসাবাংলা ওয়াজশায়খ আহমদুল্লাহবাংলাশহিদুলাহ খান মাদানীবয়ানশায়খ আহমদুল্লাহ মাদানীআবদুর রাজ্জাকahmadullah madanimotiur rahman madani new lecturesheikh ahmadullah madaniahmadullahdr. ahmadullah trishalisheik ahmadullahsheikh ahmadullahbangla wazahmadullah wazmotiur rahman madanishaik ahmedullah