Dhaka to Chandpur trip 2023 | একদিনের চাঁদপুর ভ্রমণ | One day tour plan | Khairul's Travel চাদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ী চাঁদপুর নামে ডাকা হয়। চাঁদপুর শহরের তিন নদীর মোহনা। যেখানে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া মিলিত হয়েছে। এতদিন এই জায়গাটি বড়স্টেশন মোলহেড নামে পরিচিত ছিল। তবে দৃষ্টিনন্দন এবং ঘুরে বেড়ানোর মতো আকর্ষণীয় এই জায়গা এখন থেকে বঙ্গবন্ধু পার্ক নামে অবিহিত হবে। এজন্য অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। মেঘনার চর বাংলাদেশের চাঁদপুর জেলায় রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি পর্যটনকেন্দ্র। এটি নদীকেন্দ্রিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র।এর চারদিকে নদী হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায় তাই পর্যটকরা এর নাম দিয়েছেন মেঘনার চর।স্থানীয়ভাবে বালু চর, পদ্মার চর ও মেঘনার চর নামেও এর পরিচিতি রয়েছে। বেসরকারিভাবে “স্বপ্ন ট্যুরিজম” নামক প্রতিষ্ঠান এই পর্যটনকেন্দ্রটি পরিচালনা করে। চাঁদপুর বড় স্টেশন থেকে ১০০ টাকা নৌকা ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন মিনি কক্সবাজার থেকে। চাদপুরের টাটকা ইলিশ খেতে চাইলে বড় স্টেশন পার্ক মাছের আড়ৎ-এ আসতে হবে। সরাসরি জেলেদের থেকে কিংবা আড়তদারদের থেকে টাটকা মাছ কিনে, লঞ্চ টার্মিনালের পাশে রেস্টুরেন্টে রান্না করে খেতে পারবেন। বাজেট কম হলে রেস্টুরেন্টে ৮০-১০০ টাকা পিচ দরে ইলিশ মাছ কিনে খেতে পারেন। নোট:: লঞ্চ ভ্রমণের পূর্বে অবশ্যই আবহাওয়ার আপডেট জেনে নিবেন। ✅ My Page :: https://www.facebook.com/profile.php?id=61556285083685&mibextid=ZbWKwL চাঁদপুর ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ঢাকা টু চাঁদপুর ভ্রমণ চাঁদপুর ভ্রমণ চাঁদপুর বড় স্টেশন পার্ক চাঁদপুর ট্যুর ইলিশের বাড়ী চাঁদপুর চাঁদপুর লঞ্চ চাঁদপুর লঞ্চ সময়সূচি চাঁদপুর লঞ্চ ভাড়া চাঁদপুর ভ্রমণ গাইড চাঁদপুর ভ্রমণ খরচ মিনি কক্সবাজার চাঁদপুর চাঁদপুর দর্শনীয় স্থান Dhaka to Chandpur Dhaka to Chandpur launch Dhaka to Chandpur trip Dhaka to Chandpur tour Dhaka to Chandpur tour guide Chandpur launch time Chandpur launch price Chandpur travel cost Chandpur travel guide Chandpur tourist place Chandpur Tourist spot Chandpur tour guide 2023 Chandpur tour plan One day tour plan Chandpur tour cost 2023 For contact :: mdkhairul1051@gmail

ChandpurChandpur tripChandpur trip 2023one day tour plandhaka to ChandpurChandpur launchChandpur tour planChandpur tourচাঁদপুরচাঁদপুর ভ্রমণ গাইডঢাকা টু চাঁদপুরচাঁদপুর লঞ্চ ভাড়াচাঁদপুর লঞ্চ সময়সূচিচাঁদপুর বড় স্টেশন পার্কচাঁদপুর মিনি কক্সবাজারBoro station parkmini Cox's ChandpurKhairul's TravelKhairul'sTraveldhaka to chandpur launchchandpur tripchandpur tourdhaka to chandpur tourdhaka to chandpurchandpur launchchandpur vlog